Category Archives: কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম

সুমহান বরকতময় পবিত্র ১৩ রজবুল হারাম শরীফ।

           13 Rojobul Haram Shareef মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে পবিত্র থেকে পবিত্রতম করেই সৃষ্টি করেছেন।

সুমহান বরকতময় পবিত্র ১৩ রজবুল হারাম শরীফ।

সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের প্রথম ইমাম, ইমামুল আউওয়াল হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশের দিন।

যা এ বছরের অর্থাৎ ১৪৩৭ হিজরী সনের জন্য ২২ হাদি আশার ১৩৮৩ শামসী, ২১ এপ্রিল ২০১৬ ঈসায়ী, ইয়াওমুল খামীস বা বৃহস্পতিবার।

Read the rest of this entry

আমি ইলম উনার নগর এবং সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি হলেন সেই নগরের দরজা

দামাদে রসূলিল্লাহ, আসাদুল্লাহিল গালিব, আব্দুল্লাহ, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি ছিলেন খুলাফায়ে রাশিদীন উনাদের মধ্যে চতুর্থ খলীফা। তিনি হযরত আহলে বাইত আলাইহিমুস সালাম উনাদের মধ্যে প্রথম ইমাম। তিনি সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, উম্মু আবীহা, সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম উনার সম্মানিত ছাহিব। উনার শান-মান, মর্যাদা মুবারক হচ্ছে বেমেছাল। কেননা যেখানে স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি এবং উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার ছানা-ছিফত, মর্যাদা-মর্তবা মুবারক বর্ণনা করে থাকেন; সেখানে কোনো মাখলুকাতের পক্ষে কস্মিনকালেও উনার শান-মান, মর্যাদা মুবারক বর্ণনা করা সম্ভব নয়। Read the rest of this entry

আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি ছিলেন বেমেছাল মর্যাদা ও ফযীলতের অধিকারী

মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফ-এ ইরশাদ করেন, “উনারা (হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম) মহান আল্লাহ পাক উনার প্রতি সন্তুষ্ট মহান আল্লাহ পাক তিনিও উনাদের প্রতি সন্তুষ্ট।”
উপরোক্ত আয়াতে কারীমার হুবহু মিছদাক্ব হচ্ছেন আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহাহূ আলাইহিস সালাম। Read the rest of this entry

নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত দামাদ সাইয়্যিদুনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার সুমহান শাহাদাত দিবস ১৭ রমাদ্বান শরীফ

পবিত্র দ্বীন ইসলামের বীর খলীফা, খলীফাতুল মুসলিমীন, বাবুল ইলম, শেরে খোদা, আসাদুল্লাহিল গালিব, সাইয়্যিদুনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি নুবওওয়াত শরীফ-এর দশ বছর পূর্বে বানু হাশিম গোত্রে বিলাদত শরীফ লাভ করেন। উনার পিতা আবু ত্বালিব; যিনি ছিলেন হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আপন চাচা। দশ বছর বয়স মুবারক থেকেই তিনি হাবীবুল্লাহু হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তত্ত্বাবধানেই লালিত পালিত হন। তিনিই হচ্ছেন বালকগণের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী। Read the rest of this entry

আসাদুল্লাহিল গালিব হযরত আলী আলাইহিস সালাম তিনি ছিলেন নবী খান্দানের অন্যতম সদস্য

মহান আল্লাহ পাক তিনি উনার কালাম পাক-এ উনার হাবীব সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আহলে বাইত আলাইহিমুস সালাম উনাদের পরিচয় ও ছানা-ছিফত বর্ণনার পাশাপাশি উনাদের পবিত্রতাও ঘোষণা করেছেন। Read the rest of this entry

হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনাকে যে ব্যক্তি মুহব্বত করবে সে ব্যক্তি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে জান্নাতে থাকবে

হযরত আলী ইবনে আবূ ত্বালিব আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একদা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম এবং হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনাদের হাত মুবারক ধরে বলেন, যে ব্যক্তি আমাকে এবং এই দুইজনকে মুহব্বত করবে, সাথে সাথে উনাদের পিতা-মাতা উনাদেরকে মুহব্বত করবে, সে ব্যক্তি ক্বিয়ামত দিবসে আমার সাথেই থাকবে। সুবহানাল্লাহ! (তিরমিযী, মুসনাদে আহমদ, ত্ববারনী, তাহযীবুত তাহযীব ইত্যাদি) Read the rest of this entry

হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম উনার বেমেছাল মর্যাদা-মর্তবা

হযরত আবূ মূসা আশআরী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, “আমি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম, সাইয়্যিদাতুন নিসা হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম, হযরত ইমাম হাসান আলাইহিস সালাম এবং হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম সকলেই ক্বিয়ামতের দিন আরশের গুম্বজের নিচে অবস্থান করবো।” সুবহানাল্লাহ! (মাজমাউয যাওয়ায়িদ, কানযুল উম্মাল, লিসানুল-মীযান, শরহুল মুওয়াত্তা লিযযুরকানী) Read the rest of this entry

সুমহান ১৭ই রমাদ্বান শরীফ: আমীরুল মু’মিনীন, বাবুল ইলম, দামাদে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আহলে বাইত শরীফ উনাদের অন্যতম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার বরকতময় বিছাল শরীফ তথা শাহাদাত দিবস

নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন,

احبوا اهل بيتى لحبى
অর্থাৎ “তোমরা আমার আহলে বাইত শরীফ উনাদেরকে মুহব্বত করো আমার মুহব্বতের কারণে।” Read the rest of this entry

আহলে বাইত শরীফ উনাদের অন্যতম ইমাম ও বিশিষ্ট ছাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক

আহলে বাইত শরীফ উনাদের মর্যাদা সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফ-এ মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন “হে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলুন, (হে বিশ্ববাসী)! আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না। তবে আমার আত্মীয়-স্বজন তথা বংশধরগণ উনাদের সাথে সদাচরণ করবে।” Read the rest of this entry

চতুর্থ খলীফা হযরত আলী কাররামাল্লাহু হওয়াজহাহূ আলাইহিস সালাম উনার বিশেষ খুছুছিয়াত তথা বৈশিষ্ট্য এবং গুণাবলী মুবারক

শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার খুছুছিয়াত ও গুণাবলী মুবারক বহুবিধ। প্রথমত তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুলল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ঘনিষ্টতম আত্মীয়, উনার জামাতা তথা উনার লখতে জিগার সাইয়্যিদাতু নিসাইলি আলামীন, উম্মু আবীহা হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম উনার জাওযুন তথা স্বামী এবং তিনি হচ্ছেন হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মধ্যে অন্যতম একজন বিশেষ ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ! Read the rest of this entry