Category Archives: মুসলিমদের অবদান

মুসলমানদের জ্ঞান চুরি করেই আজ গড়ে উঠেছে পশ্চাত্য সভ্যতা

Musolman der gan biggan copyজানেন কি মুসলমানদের জ্ঞান চুরি করে গড়ে উঠেছে পাশ্চাত্য সভ্যতা ?

আমরা অনেকেই মুসলমানদের অতীত সমৃদ্ধি ও জ্ঞান বিজ্ঞান সম্পর্কে জানি না। কিন্তু সত্য কখনো আড়ালে থাকে না। যুগে যুগে অসৎ কাজের লোক যেমন জন্মেছে তেমনি ভালো কিছু লোকও জন্মেছে যাদের কারনে আমরা আজ এ সত্য জানতে পেরেছি।

মুসলিম বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের বহু আবিষ্কার ও বৈজ্ঞানীক তত্ত্ব ইউরোপীয়রা সচেতনভাবে নিজেদের নামে চালিয়ে দিয়েছিল। অনেকটা গোয়েবলসীয় কায়দায় দশবার মিথ্যা বলে তাকে সত্য বানাবার প্রচেষ্টায় তারা খানিকটা সফলতাও অর্জন করেছে বলতে হবে। একারনেই তাদের লোভ বেড়ে যায় এবং তাদের উদ্দেশ্যু হাসিল করার জন্য তারা এতটাই তৎপর ছিল যে, পুরো মুসলিম জাতির কাছেই এখন তাঁদের অতীত গৌরব ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেছে বলা যায়। এটা তাদেরই কৃতিত্ব। মুসলিম দেশের মুসলিম ছাত্ররাও আজ জানতে পারে না বিজ্ঞান বিষয়ে তারা যে থিওরী পশ্চিমাদের আবিষ্কার বলে মুখস্থ করছে তার কোন কোনটি তাদের পূর্বপুরুষ কোন মুসলিম বিজ্ঞানীরই আবিষ্কার। এমনকি কালজয়ী বহু মুসলিম বিজ্ঞনীর নামও তারা কিম্ভূতকিমাকার করে ছেড়েছে, যাতে তাঁর জাতি-পরিচয় চেনা না যায়। Read the rest of this entry

জ্ঞান-বিজ্ঞান, অতীত বর্তমান- সবটাই মুসলিমদের অবদান।

static1-squarespaceবর্তমান জ্ঞান-বিজ্ঞানের আবিষ্কারে মুসলিম জাতির ব্যাপক সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া না যাওয়ার কারণে মুসলিম যুবক তরুণরা এক ধরণের হীনমন্যতায় ভোগেন, যারা ইতিহাস জানেন তারা বিচ্ছিন্ন ভাবে আমাদের সোনালী দিনগুলোর জ্ঞান-বিজ্ঞানের অবদানের কথা উল্লেখ করে থাকেন। বিস্তারিত ভাবে উল্লেখ না করে কেউ যখন দাবি করে বসেন – আমাদের জ্ঞান বিজ্ঞানের ১০০০ বছরের অবদান আছে তখন অনেকেই জানতে চান সেই ১ হাজার বছরের মুসলিমদের বিজ্ঞানের কোন্‌ কোন্‌ ক্ষেত্রে অবদান ছিলো?

আমার এই লেখাটি (মূলতঃ সংগ্রহটি) সেই প্রশ্নের জবাবে তৈরির সূচনা করছি। আশাকরি আপনারা যারা মুসলিমদের জ্ঞান-বিজ্ঞানে অতীতে এবং বর্তমানে যে সকল অবদানের কথা জানেন তা সংযোজন করতে এগিয়ে আসবেন। সবার সম্মিলিত সংগ্রহে এই ব্লগটি সদালাপে আর্কাইভ হয়ে থাকলে ভবিষ্যতে যারা এই ব্লগটি পড়বে তাদের মধ্যে হীনমন্যতা কাজ না করে ভবিষ্যতকে নতুন করে বিনির্মাণ করতে সচেষ্ট হবে বলে আমার বিশ্বাস। আমার বা অন্য কারো তথ্যগত ভুল থাকলে তাও সংশোধন করতে এগিয়ে আসবেন বলে আশা রাখছি। Read the rest of this entry