Daily Archives: সেপ্টেম্বর 3, 2012

রমাদ্বান শরীফ ও যাকাত সম্পর্কিত সুওয়াল-জাওয়াব গবেষণা কেন্দ্র- মুহম্মদিয়া জামিয়া শরীফ, রাজারবাগ শরীফ, ঢাকা।

মুহম্মদ নূরুর রহমান সিয়াম, কুসুমবাগ, ঢাকা।

সুওয়াল : যে মূল্যে শেয়ার কেনা ছিলো যাকাত দেয়ার সময় মূল্য বৃদ্ধি পেলে বা কমলে কোনো টাকার উপর যাকাত হবে?

জাওয়াব : যে মূল্যে শেয়ার কেনা হয়েছে, যাকাত দেয়ার সময় মূল্য বৃদ্ধি পেলেও কেনা মূল্যেই যাকাত আদায় করতে হবে। আর যদি শেয়ার বিক্রি করে, তাহলে বিক্রিত মোট মূল্যের উপর যাকাত আদায় করতে হবে। আর যদি শেয়ারের মূল্য কমে যায় তাহলে যাকাত প্রদানের সময়কার মূল্যে যাকাত আদায় করতে হবে।

মুহম্মদ নূরুজ্জামান সাজিদ, চিলমারী কুড়িগ্রাম।
সুওয়াল : বিভিন্ন ক্যারেটের স্বর্ণ পাওয়া যায়। সেক্ষেত্রে কিভাবে যাকাত দিতে হবে? Read the rest of this entry